• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:৪৭:৪৭ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

৮ নভেম্বর ২০২৫ সকাল ১১:২৭:৪৪

সংবাদ ছবি

পাবনা প্রতিনিধি: দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ ৮ নভেম্বর শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।

Ad

রাষ্ট্রপতি শনিবার সকাল ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে গিয়ে দুপুর ১টায় আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত যাপন করবেন সার্কিট হাউসে।

Ad
Ad

সফরের দ্বিতীয় দিন ৯ নভেম্বর রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে সকাল ১১টায় পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

রাষ্ট্রপতির সফরকে ঘিরে স্টেডিয়াম, সার্কিট হাউস, আরিফপুর কবরস্থান ও তাঁর নিজ বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গৃহীত হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে প্রথমবার পাবনা সফর করেন তিনি। সব মিলিয়ে এটি তাঁর পঞ্চম পাবনা সফর।

তবে এবারের সফর ঘিরে জেলায় আগের মতো উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি। ব্যানার-ফেস্টুনের ভিড় বা তোরণের সাজসজ্জা ছাড়াই নিরব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতির সফর কার্যক্রম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের আন্ডারপাস
৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:০৩








সংবাদ ছবি
কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার
৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪০:৫৪


Follow Us