• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৭:৩০ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

মধুপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫২:৫২

সংবাদ ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার মধুপুর উপজেলার কাকরাইদ বিএডিসি কৃষি বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণ কেন্দ্রে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Ad
Ad

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং এর অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৭ এডি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে এলাকার দুস্থ নারী-পুরুষ চক্ষু রোগীরা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এই মেডিকেল ক্যাম্পে মোট দেড় শতাধিক গরীব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া অনেক রোগীকে তাদের প্রয়োজন অনুযায়ী চশমাও দেওয়া হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে।

সেবা গ্রহণকারী ৫০ বছর বয়সি রওশন আরা বেগম জানান, ‘আমি এর আগে ময়মনসিংহে আমার একটি চোখ দেখিয়েছিলাম, আজ এখানে আর্মির ডাক্তার দেখালাম। আমার মনে হয় তাদের চেয়ে এখানকার চিকিৎসা ভালো লাগছে।’

কাকরাইদ গ্রামের শান্তি বেগম (৫০) জানান, তিনি কাছে কম দেখা, চোখ চুলকানো এবং পানি পড়ার সমস্যা নিয়ে এসেছেন। বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে তিনি অত্যন্ত খুশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সারাদেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:৫৬



সংবাদ ছবি
নড়াইলে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী দগ্ধ
৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১৮








Follow Us