মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় গাংনী বাজারে অবস্থিত বিএনপির দুই গ্রুপের অফিসের সামনে এই ঘটনা ঘটে।


জানা যায়, গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক মেহেরপুর-২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনকে ঘোষণা দেওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে ধাওয়া-পাল্টাধাওয়া,হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
এরপর হামলার পাল্টা জবাবে জাবেদ মাসুদ মিল্টনের অফিস ভাঙচুর করে আমজাদ হোসেনের সমর্থকেরা। তবে দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়।
আমজাদ হোসেনের সমর্থকরা দাবি করেছেন প্রথমে মিল্টন সমর্থকরা একতরফাভাবে হামলা করলেও আইনশৃঙ্খলা বাহিনী দর্শকের ভূমিকা পালন করেছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনী ইসরাইল জানিয়েছেন, উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available