• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০২:৪৬:৫৭ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম !

২৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫২:১৪

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা দিতে অস্বীকার করায় বখতিয়ারুজ্জামান নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

Ad

২৭ জানুয়ারি সোমবার দুপুরে দাঁতমারা বাজার এলাকায় শফিউল আজমের অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বখতিয়ারুজ্জামান (৪১) বাদী হয়ে মোহাম্মদ শাহিন (৩০) মোহাম্মদ মাসুদ (২৮), রবিউল হোসেন (৩০), মো. মুসাসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

Ad
Ad

মামলা সূত্রে জানা যায়, বখতিরুজ্জামান দীর্ঘদিন ধরে ইন্টেরিউর ডেকোর কাজ করে। বিবাদীরা দীর্ঘদিন যাবৎ তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। ঘটনার দিন চাঁদা দিতে অস্বীকার করায় মাসুমসহ অজ্ঞাতনামা ৩-৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁতমারা বাজার শফিউল আজমের অফিসের সামনে তার উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার প্যান্টের পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুল আলম এ ধরনের ঘটনায় কেউ থানায় আসেননি বলে জানান। থানায় গেলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us