• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৩৫:০১ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

মেহেরপুরে কামানের গোলা উদ্ধার

২৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১১:৩০

সংবাদ ছবি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় কামানের গোলা উদ্ধার করেছে পুলিশ। ২৫ আগস্ট রোববার দুপুরের দিকে সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের ভৈরব নদ থেকে অবিস্ফোরিত গোলাটি উদ্ধার করা হয়।

Ad

কামানের গোলাটি প্রথমে মজনু মিয়া নামের এক পাট চাষির নজরে আসে। পরে মজনু মিয়া না বুঝে সেটি নিয়ে পাশের বাঁশ বাগানে রাখে। পরে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে কামানের গোলা বলে সেটিকে নিশ্চিত করেন।

Ad
Ad

এ ব্যাপারে মজনু মিয়া বলেন, পাটের আশ পরিষ্কার করার জন্য পানি ডুবিয়ে তোলার সময় তামাটে রঙের ভারি বস্তুটি আমার হাতে আসে। তখন কিছু না বুঝে সেটি তুলে বাঁশ বাগানে রেখে দিই।

ঘটনাস্থলের পাশের গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী জানান, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীরা কালাচাঁদপুর ও কামদেবপুর ভৈরব নদ সংলগ্ন এলাকায় দুটি কামানের গোলা নিক্ষেপ করে। একটি বর্তমান বিজিবি ক্যাম্পের কাছে বিস্ফোরিত হয়ে দুজনের মৃত্যু হয়। আরেকটি ভৈরব নদে পড়ে। সেটি বিস্ফোরিত হয়নি। ধারণা করা হচ্ছে, সেই গোলাটিই এখন উদ্ধার হলো। কারণ ভৈরব নদ পুন:খননের ফলে সেটি পাড়ের কাছে চলে আসতে পারে বলে মনে করেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। তবে গোলাটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনী কাজ করছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন
৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫৬:১৯

সংবাদ ছবি
ফকিরহাটে বাসের চাপায় শিশু শ্রমিক নিহত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৩৮:০৭



সংবাদ ছবি
শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত
৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫২:৫২



Follow Us