• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৫৯:৫৪ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ২ থানার কার্যক্রম শুরু, নেওয়া হচ্ছে মামলা জিডি

১৩ আগস্ট ২০২৪ দুপুর ০২:৪৫:৩১

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ২টি থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট সোমবার রাত থেকে রাঙ্গুনিয়া মডেল থানার কার্যক্রম শুরু করা হয়। এর আগে শনিবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কার্যক্রম শুরু হয়। থানা ২টিতে মামলা, জিডি ও অভিযোগ নেওয়া হচ্ছে।

Ad

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা এবং ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগসহ নানা কারণে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনায় আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও থানা ভবন পুড়িয়ে দেয়ার কারণে দেশের অধিকাংশ থানা ও ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করেন।

Ad
Ad

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, কয়েক দিন কার্যক্রম বন্ধ থাকার পর থানার স্বাভাবিক কাজকাম শুরু হয়েছে।

শনিবার থেকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা স্বাভাবিক নিয়মে পুলিশি কার্যক্রম শুরু করেছি। থানায় বেশ কয়েকটি জিডি নেয়া হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ৫ আগস্ট উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম বরণ সুশীলের ঘরের তালা ভেঙ্গে ঢুকে কক্ষের জিনিসপত্র ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা ইমরান করিম বলেন, বাড়ির দেয়াল ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র নিয়ে যায়। উপজেলার ইছাখালিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বাংলো বাড়িসহ অনেক স্থাপনা ও মানুষের বাড়িঘর ভেঙ্গে ফেলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
জানাজা পড়াবেন বড় ভাই, খোঁড়া হচ্ছে কবর
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪১:০০

সংবাদ ছবি
ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:২৪


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬





Follow Us