• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩৮:৪৩ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৩

২৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:১৭:৫৬

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় বিজয় (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

Ad

২৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের  নবগ্রাম এলাকার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত বিজয় পৌরসভার ৩নং ওয়ার্ডের লখন্ডা এলাকার মো. জীবনের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পৌরসভার  লখন্ডা এলাকার বাদশা মিয়ার ছেলে সামির (১৯), সোনামিয়ার ছেলে রাব্বি (১৮) এবং পৌরসভার উচুটিয়া এলাকার আলী হোসেনের ছেলে মো. ইয়ামিন (২০)।

স্থানীয়রা জানান, নবগ্রাম হাই স্কুলের রাস্তার পাশে বসে ছিলেন তিন বন্ধু বিজয়, সামির ও রাব্বি। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলো ইয়ামিন। ঘটনাস্থলে এসে ইয়ামিন নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে বসে থাকা তিন বন্ধুর উপর মোটরসাইকেল উঠে যায়। এ ঘটনায় চালক ইয়ামিনসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত ডাক্তার বিজয়কে মৃত ঘোষণা করেন এবং বাকি তিন জনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
শহীদ ওসমান হাদিকে নিয়ে যা বললেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০৮



সংবাদ ছবি
ভারতে যাওয়ার পথে যুবলীগ নেতা গ্রেফতার
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৯:৩৯



সংবাদ ছবি
সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৫:৫১


Follow Us