• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৯:০৫ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

শোককে শক্তিতে পরিণত করে প্রথম জয় পেল ঢাকা ক্যাপিটালস

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৩:১৫

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: শোককে শক্তিতে পরিণত করে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে মাটিতে নামিয়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে এই জয় দেখে যেতে পারেননি দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটালস। ম্যাচে ইমাদ ওয়াসিমের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও সালমান মির্জা। ব্যাটিংয়ে শেষ দিকের দৃঢ়তায় জয় নিশ্চিত করে ঢাকা।

Ad
Ad

টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহানকে হারায় দলটি। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করলেও ঢাকার বোলারদের চাপে তা বড় হয়নি। নাসির হোসেনের অফ স্পিনে তানজিদ ১৫ বলে ২০ রান করে আউট হন।

ইয়াসির আলী রাব্বিও ব্যর্থ হন গুরুত্বপূর্ণ সময়ে। ইমাদ ওয়াসিমের বলে পুল করতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (১৫ বলে ১৩)। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক শান্ত, ২৮ বলে ৩৭ রান করে বিদায় নেন তিনি। মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করেন।

শেষদিকে মোহাম্মদ নাওয়াজের দায়িত্বশীল ২৬ বলে ২৬ রানের ইনিংসে ভর করে রাজশাহী নির্ধারিত ওভারে ১৩২ রান তোলে। ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম ৩টি এবং নাসির হোসেন ২টি উইকেট নেন।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা। তবে উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ৩৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। উসমান ১৫ বলে ১৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে খেলেন মামুন। হাফ-সেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত হয়ে তিনি থামেন ৪৫ রানে।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন (১২) ও নাসির হোসেন (১৯) বড় অবদান রাখতে না পারলেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের অবিচ্ছিন্ন জুটি ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৮ বলে ৩৬ রানের এই জুটিতে ম্যাচ শেষ করেন তারা। সাব্বির ১০ বলে ২১ এবং শামীম ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।

রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ নাওয়াজ ছিলেন সবচেয়ে সফল। তিনি ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া তানজিম সাকিব ও সন্দীপ লামিচানে একটি করে উইকেট শিকার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রায়গঞ্জে ৯ টি ভাটায় অভিযান ১৮ লাখ টাকা জরিমানা
২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৩২




সংবাদ ছবি
চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:১৭







Follow Us