স্পোর্টস ডেস্ক: মাঠে অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিলেও ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

২৭ ডিসেম্বর শনিবার বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস।


ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা ক্যাপিটালস দল। যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি। এ সময় হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন।
দ্রুতই তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসাটেশন) দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, অ্যাম্বুলেন্সেও শ্বাস-প্রশ্বাস সচল ছিল জাকির। তবে হাসপাতালে যাওয়ার পর আর তার পালস পাওয়া যায়নি৷ চিকিৎসকরা তৎক্ষণাৎ তাকে মৃত ঘোষণা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available