ডেস্ক রিপোর্ট: হংকংভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ঝুঁকি বিশ্লেষণ প্ল্যাটফর্ম ক্রেডেন্স ডেটা (www.credencedata.com) সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক যাচাই বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
প্রশিক্ষণে অংশ নেয় সিটি ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও মধুমতি ব্যাংক পিএলসি।
কর্মশালায় দেখানো হয়, কীভাবে ব্যাংকগুলো শুধুমাত্র পিডিএফ রিপোর্টের ওপর নির্ভর না করে ক্রেডেন্স ডেটার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও দ্রুত ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। এই প্ল্যাটফর্মটি মূলত অন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়নের জন্য তৈরি করা হয়েছে। এখানে যাচাইকৃত বাণিজ্য তথ্য ও বাস্তব শিপমেন্ট ডেটা ব্যবহার করে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যায়।
প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল ক্রেডেন্স ডেটার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহায়ক টুল ‘ইনসাইট লেন্স’। এটি শুধুমাত্র যাচাইকৃত উৎসের তথ্য বিশ্লেষণ করে ও অপ্রমাণিত তৃতীয় পক্ষের তথ্য ব্যবহার এড়িয়ে চলে। এই টুলের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট ও ট্রেড ফাইন্যান্স টিম তাৎক্ষণিকভাবে রিপোর্ট বিশ্লেষণ করতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণে গতি ও সামঞ্জস্য আসে।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্ল্যাটফর্মটির মাল্টি-শাখা সহযোগিতা ফিচার’, যার মাধ্যমে একটি ব্যাংকের সব শাখা নিরাপদভাবে একই ডেটা ভান্ডারে প্রবেশ করতে পারে ও প্রয়োজনমতো রিপোর্ট পুনর্ব্যবহার করতে পারে। এই ব্যবস্থা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ক্রেডিট তথ্যভান্ডার গঠনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যাংক খাতে ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে সহায়তা করবে।
ক্রেডেন্স ডেটার সহ-প্রতিষ্ঠাতা দিব্যা টাইলাং বলেন, ‘আমরা শুধু ব্যবসায়িক রিপোর্ট দিই না, বরং এমন একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত-সহায়ক ব্যবস্থা তৈরি করেছি, যা আজকের দ্রুতগতির বাণিজ্য ও ক্রেডিট পরিবেশের জন্য প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য হলো ব্যাংকগুলোর হাতে যাচাইকৃত, ব্যবহারযোগ্য তথ্য তুলে দেওয়া, যাতে তারা ঝুঁকি ও সময় দুটোই কমাতে পারে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available