• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ০৬:৪৭:৪১ (25-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে ভুল ঔষধ প্রয়োগে মরে গেছে ৫ কোটি পোনা মাছ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ভুল ঔষধ প্রয়োগে মরে গেছে এক খামারির পুকুরের ৫ কোটি পোনা মাছ। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই খামারি।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শ্রীপুর উত্তর পাড়া মাঝি বাড়ি মৎস্য খামারে। সরেজমিন দেখা যায়,পুকুরে ভেসে উঠেছে হাজার পোনা মাছ। এসব মাছের পঁচা গন্ধে আশপাশে থাকা দ্বায়। খামারি পঁচা মাছ তুলে পাড়ে জমা করছে।মৎস খামারের মালিক আব্দুল হামিদ জানান, আট মাস পূর্বে তের কেজি রেনু (১৩ কোটি) পুকুরে ছেড়ে এখন পোনাতে পরিনত হয়েছে। পোনাগুলো আরও দ্রুত বৃদ্ধির লক্ষ্যে কিছু কয়েকদিন আগে একটি সেমিনারে গেছিলাম।একমি কোম্পানির ওই সেমিনার থেকে ডাক্তারের পরামর্শে এ মেকটিন ভেট নামক একটি ওরাল সলিউশন ও টিম এক নামক ঔষুধ কোম্পানির লোক এসে দিয়ে যায়।গত সোমবার দুপুরে ওষুধ প্রয়োগের পর সন্ধ্যায় মাছ মরা শুরু হয়। পরে তাদেরকে বিষয়টি অবগত করলে মঙ্গলবার ডাক্তার আশরাফুল ইসলাম সিপন ও রিপ্রেজেনটেটিভ শাহীন এসে অক্সিজেন ও সেলাইন প্রয়োগ করে। কিন্তু তাতেও মাছ মরা বন্ধ হয়নি। আমার সব মাছ মরে শেষ হয়ে গেছে। পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। পচা গন্ধে আশপাশে থাকা দ্বায়। এটা পরিস্কার করে পুনরায় মাছ চাষও  অসম্ভব। আমার সপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কি করবো?একমি কোম্পানির ডাক্তার আশরাফুল ইসলাম সিপন বলেন, আমি বলছিলাম দুইটা ঔষধ দুই দিনে দিতে। কিন্তু রিপ্রেজেনটেটিভ ভুল করে এক দিনে প্রয়োগ করায় এ দূর্ঘটনা ঘটেছে। এটা তার ভুল। কোম্পানির রিপ্রেজেনটেটিভ শাহীন জানান, ডাক্তারের পরামর্শে ওষুধ দিয়েছি। মাছ মরে গেলে আমি কি করবো।এ ব্যপারে সিনিয়র উপজেলা মৎস অফিসার কামরুল হাসান বলেন, প্রাণী সম্পদের ওষুধ তো মাছের জন্য উপযোগী নয়। এটা  প্রয়োগ করা ঠিক হয়নি। ওষুধ টা মৎস্য অধিদপ্তরের স্বীকৃতি আছে কিনা এটা একটা বিষয়। এসব বিষয়ে মৎস্য চাষীদের আরও সচেতন হওয়া দরকার।