• ঢাকা
  • |
  • বুধবার ২রা আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৪৯:৪৭ (17-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ইবির সেনা প্লাটুনের সার্জেন্ট হলেন ক্যাডেট কর্পোরাল মোসাদ্দেক ও অদিতি

ইবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নয়ন পেয়েছেন ক্যাডেট কর্পোরাল মোসাদ্দেক হোসেন এবং ক্যাডেট কর্পোরাল অদিতি ঢালী। তারা যথাক্রমে আল-কুরআন কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষার্থী।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কার্যালয়ে সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী তাদের ক্যাডেট সার্জেন্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।এছাড়া, ইবি সেনা প্লাটুনের পদোন্নয়ন পেয়েছেন ক্যাডেট কর্পোরাল মো. মহিউদ্দিন, সুইটি পাল এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল মো. নাফিজ আহমেদ, উম্মে হাবীবা রৌজা, মায়িশা ফারজানা।ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন বলেন, আমি নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব। বিএনসিসি যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়নের চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মসূচি ও কার্যক্রমের সাথে সমন্বয় করে বিএনসিসিকে সফলতার স্থানে অধিষ্ঠিত করতে সর্বাত্মক চেষ্টা করব।ক্যাডেট সার্জেন্ট অদিতি ঢালী বলেন, বিগত দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সেনা প্লাটুনের সিনিয়র ইনচার্জরা যেভাবে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে প্লাটুনের গৌরবের ইতিহাস ও ক্যাডেটদের যোগ্যভাবে গড়ে তোলার কারিগর হিসেবে যে সফলতার স্বাক্ষর রেখে গেছেন সেই ধারাবাহিকতা আমরাও ধরে রাখার চেষ্টা করব। আমাদের ক্যাডেটগণ জ্ঞানে, সততায়, সেচ্ছাসেবায় সর্বস্তরে এগিয়ে থাকবে আশা করি।উল্লেখ্য, তারা উভয়ে ব্যাটালিয়ন ক্যাম্প, রেজিমেন্ট ক্যাম্প, কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভর্তি পরীক্ষার ডিউটিসহ বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।