ভারতে কুকুরের তাড়া খেয়ে বাড়ির ছাদে উঠে পড়েছে গরু!
আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার কুকুরের তাড়া খেয়ে আতঙ্কিত একটি ষাঁড় লাফিয়ে সটান একটি বাড়ির ছাদে উঠে পড়েছে। সম্প্রতি এই অদ্ভুত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের মুম্বাইয়ে ঘটেছে বলে জানা গেছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল রাস্তার কুকুর একটি ষাঁড়কে তাড়া করছে। প্রাণ বাঁচাতে ষাঁড়টি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। একপর্যায়ে এটি একটি বাড়ির দেয়াল বেয়ে ছাদে উঠে পড়ে। ছাদের ওপরে উঠে ষাঁড়টি চারপাশে তাকাতে থাকে, যেন কোনোভাবে সে বিপদ থেকে রক্ষা পেতে চায়। ছাদের ওপর ষাঁড়টিকে দেখে পথচারীরা হতবাক হয়ে যান ।কিছুক্ষণ পর ছাদে উঠে আসা ষাঁড়টি আবার নিচে নামার চেষ্টা করে। স্থানীয়রা ষাঁড়টিকে নিরাপদে নামাতে এগিয়ে আসে। কিভাবে ষাঁড়টি এত উঁচুতে উঠে গেল, তা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনা খুবই বিরল, কারণ সাধারণত ষাঁড় এত উঁচু জায়গায় উঠতে পারে না।ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই এই ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ ষাঁড়টির দুর্দশায় সহানুভূতি দেখিয়েছেন, আবার কেউ কেউ এমন বিরল ঘটনা দেখে মজা পেয়েছেন।সূত্র: এবিপি আনন্দ