• ঢাকা
  • |
  • বুধবার ২রা আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৯:১৬ (17-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়া প্রেসক্লাবে প্রয়াত ৩ সাংবাদিকের স্মরণে দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক সাবেক সভাপতি ফারুক আহমদ তালুকদার, মো. সেলিম চৌধুরী ও সাবেক সহ-সভাপতি এম এ কোরেশী শেলুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার। সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি আকাশ আহমেদ, সাংবাদিক মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, আবনায়ে কোদালা ওলামা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, রাইখালি সুলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সাবেক অর্থ সম্পাদক জগলুল হুদা, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, অর্থ সম্পাদক এম মোয়াজ্জেম হোসেন কায়ছারসহ ক্লাবের সদস্যরা বক্তব্য দেন।শেষে বিশেষ মোনাজাতে প্রয়াত তিন সাংবাদিকের রূহের মাগফিরাত কামনা করা হয়।