• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৪৮:২৫ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আড়াইহাজারে টেনস্টার-বনফুলসহ ৩ প্রতিষ্ঠানে জরিমানা

২০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৩:৩৪

সংবাদ ছবি

সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রিতে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। 

২০ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টা থেকে চলা এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ অভিযান চলাকালে অভিযানের খবর শুনে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। প্রথমে রামচন্দ্রদী এলাকায় টেনস্টার বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল। এই অপরাধে বেকারির মালিক কালাম মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর মানিকপুর এলাকায় রয়েল কনজুমার প্রোডাক্ট নামক একটি খাদ্যপণ্যের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের প্রমাণ পাওয়ায় মালিক জিয়াউর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সবশেষে, নিউ বনফুল বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত গোপালদী বাজারে প্রবেশ করার সময়, হোটেল ও রেস্তোরাঁর শতাধিক দোকানি দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়ে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন জানান, এই ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনো ভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এমন অভিযান নিয়মিত চলবে। ব্যবসায়ীদের অবশ্যই স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করতে হবে। অভিযানকালে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ নিয়েও ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অভিযোগ শোনা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩