• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:০২:৩৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফেরিতে বসে জুয়া খেলার সময় আটক ২

১৯ মে ২০২৫ সকাল ১১:৫৯:৫৫

সংবাদ ছবি

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরিতে জুয়া খেলার সময় হাতেনাতে দু’জনকে আটক করেছে নৌ-পুলিশ।

১৮ মে রোববার রাতে তাদের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট থেকে নগদ টাকা ও তাসসহ আটক করা হয়।

আটকরা হলেন- রাজরাড়ির গোয়ালন্দ থানার ইদ্রিস পাড়া গ্রামের মৃত অসিম উদ্দিন মণ্ডলের ছেলে আমজাদ মণ্ডল (৪২) ও দৌলতদিয়া বাহির চর গ্রামের মৃত অহেদ আলী ফকিরের ছেলে জহির ফকির (৪১)।

পাটুরিয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, এ নৌরুটে চলাচলকারী ফেরিতে জুয়ারি চক্র তাসের মাধ্যমে সাধারণ যাত্রীদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো। এ কারণে নৌ-পুলিশ ফেরিতে নজরদারি বাড়ায়। রোববার রাত নয়টার দিকে জুয়ারি চক্র ভাষা শহীদ বরকত ফেরিতে তাস দিয়ে জুয়া খেলছিল। এ সময় নৌ-থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মাসুদ রানা, এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ নম্বর ফেরিঘাট থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১৮৩৫ টাকা জব্দ করা হয়।

পাটুরিয়া নৌ-থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, জুয়ারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ফেরিসহ ঘাটে পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি জুয়াড়িদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭