• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫২:২৯ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

২৩ মার্চ ২০২৫ বিকাল ০৪:০০:৩১

সংবাদ ছবি

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

২৩ মার্চ রোববার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসে। দগ্ধরা হলেন, হারুন অর রশিদ, রুনা আক্তার ও মিম।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকালে ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে হারুন অর রশিদের ১ শতাংশ, রুনা আক্তার ৬২ শতাংশ ও মিমের শরীর এক শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাসের চুলা জ্বালাতেই এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে হয়তো এ ঘটনা ঘটেছে। তদন্ত পর বিস্তারিত পর বলা সম্ভব হবে। দগ্ধ ৩ জন চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় জানায়,  তারা ভোরে সেহরির খাবার খেতে উঠেছিল।  সেই সময় খাবার গ্যাসের  চুলা জ্বালাতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩