• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৫৭:৫১ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে নকল শিশুখাদ্য ও ঔষধ কারখানায় অভিযান

৪ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫২:৩৭

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে নকল শিশু খাদ্য ও ঔষধ কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।

৪ এপ্রিল শনিবার দুপুরে শহরের মাহমুদপুর এলাকায় অভিযানে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য কোমল পানিও, জুস ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়।

প্রশাসন বলছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নকল ঔষধ ও শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করছে, এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে। চক্রটির সন্ধানে বেশ তৎপর ছিল জেলা প্রশাসন।

অবশেষে শনিবার ৪ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ শাহ দরগার পাশে নুরুজ্জামান মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৫ হাজার পিচ বিভিন্ন ধরনের জুস (ডিংক), চকলেট, কোমল পানীয় ও ঔষধ জব্দ করা হয়। যার কোন বৈধতা নেই।

অভিযানের খবর পেয়ে সেখান থেকে কারখানার মালিক পালিয়ে যায়। তবে ৪ ড্রাম ভর্তি পানীয়, ৭ হাজার লেভেল, ৫ হাজার বোতল, ৪ হাজার চকলেট, রোবো লেভেল ৩ হাজার ও স্পিড রোবো লেভেল ১০ হাজার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুজিবুল ইসলাম জানান, নকল ঔষধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশু খাদ্য ও ঔষধ জব্দ করা হয়েছে। এ বিষয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় পুলিশের একটি টিম ও স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩