• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫০:৪০ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবশেষে নিখোঁজ শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার

২১ আগস্ট ২০২৪ দুপুর ১২:০২:৪৪

সংবাদ ছবি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের সোহাগ বেপারীর পুত্র ইয়াছিন (৮) গতকাল ২০ আগস্ট মঙ্গলবার সকালে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিচলে পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে আর উঠতে পারেনি।

এলাকাবাসীর সহযোগিতায় ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে কালকিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো খোঁজ না পেয়ে তল্লাশি সমাপ্তি ঘোষণা করা হয়।

অবশেষে আজ ২১ আগস্ট বুধবার সকাল থেকে কয়েকটি নৌকা নিয়ে খালের কচুরিপানাসহ বিভিন্নভাবে স্থানে খুঁজতে শুরু করে তার স্বজন ও এলকাবাসী। এক পর্যায়ে ইয়াছিনের মাথা দেখতে পাওয়া যায় কচুরিপানার মধ্যে। সেখান থেকে একালাবাসী ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।

ইয়াছিনের মা জানান, গতকাল সকালে ইয়াছিন মুড়ি দিয়ে চা খাবে বলে বায়না ধরে। কিন্তু ঘড়ে মুড়ি ছিলো না। ইয়াছিন বলে, আমাকে টাকা দাও আমি গিয়ে দোকান থেকে মুড়ি নিয়ে আসি। টাকা দেয়ার পর খালের অপর পারের দোকান থেকে মুড়ি কিনে ফেরত আসার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিচলে পানিতে পড়ে যায়।

মুড়ি নিয়ে আসতে দেরি হওয়ায় খুঁজতে আসেন ইয়াছিন’র মা। সাঁকোর পাশেই ভেসে থাকতে দেখে ইয়াছিনের পায়ের জুতো। তার কিছু দূরেই ভাসছিল মুড়ির পোটলা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩