• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৫:০০ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৯ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৯:৩৭

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে খেলার আয়োজন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেনসহ আরও অনেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১ শূন্য গোলে ৫৬নং আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১ শূন্য গোলে ১১নং পশ্চিম নৈকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ২২ নং সাংগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করবে। এরপরে বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩