• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:১৮:৪০ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মালখানগর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৪৪:৩৪

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১০টায় ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নূহ উল আলম লেনিন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সফিউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, সমাজসেবক মো. শাহালম খান, লেখক সামছুল হক, মুক্তিযোদ্ধা আবজল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, এডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।

কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দুপুরে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে পড়াশোনার সাথে সাথে তাদের খেলাধুলায়ও মনযোগ দেওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭