• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৯:৩৯ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে ৮ মাসে ৩৪১ মামলা

১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩১:৫৯

সংবাদ ছবি

সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন অপরাধে মোট ৩৪১টি মামলা দায়ের হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম সাংবাদিকদের জানান, গত ৮ মাসে বিভিন্ন অপরাধে দায়ের হওয়া মামলার পাশাপাশি নিয়মিত মামলায় ৫০৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ৫৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুধু মাদক সংক্রান্ত মামলাই হয়েছে ১২৩টি, যেখানে আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়েছে। অন্যান্য মামলার মধ্যে রয়েছে খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, বৈষম্যবিরোধী হত্যা, ধর্ষণ, গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, চুরি এবং সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা। মোট ৩৪১ মামলার মধ্যে চার্জশিট (সিএস) দেওয়া হয়েছে ২৮৯টিতে এবং ফাইনাল রিপোর্ট (এফআরটি) দেওয়া হয়েছে ২৭টিতে।

ওসি শাহীনুর আলম আরও বলেন, “সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ সদস্যরা সর্বদাই প্রস্তুত। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা নির্ভয়ে কাজ করছি। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে।”

এলাকাবাসী জানান, নিয়মিত পুলিশের টহলের কারণে অপরাধ কমেছে। বর্তমান ওসির যোগদানের পর পুলিশের সক্রিয় তৎপরতায় মানুষ নির্বিঘ্নে বসবাস করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯

সংবাদ ছবি
অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গী পুলিশের বিশেষ উদ্যোগ
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৭:২১



সংবাদ ছবি
একদিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৯:৫৮