• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:১৮:৫০ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: বরিশালে ছাত্রদল নেতা গ্রেফতার

২৭ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭:৫৮

সংবাদ ছবি

বরিশাল (উত্তর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাইফি শিকদার মিমিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ সেপ্টেম্বর বুধবার ভোরে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে পোস্ট দেন।

এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া বাদি হয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার পর থেকে কাইফি আত্মগোপনে ছিলেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেফতার আসামিকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭