• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৩:১৭:১৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৯ আগস্ট ২০২৩ দুপুর ০২:৫৮:৪০

সংবাদ ছবি

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়না বেগম (৫২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

২৮ আগস্ট সোমবার পৌর শহরের মশুরিয়াপাড়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ময়না খাতুন একই এলাকার রেজাউল করিমের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রতিবেশি শিলা বেগমের কাছ থেকে বাকিতে কাপড় কিনে ময়না বেগমের মেয়ে। সোমবার রাতে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির লাঠির আঘাতে ময়না বেগম আহত হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭