• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪৯:০২ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় যাত্রীবাহী বাসে গাঁজাসহ গ্রেফতার ২

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:১৩:৩৯

সংবাদ ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাদের দুইজনকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি রেলগেট এলাকায় স্থানীয় ফিলিং স্টেশনের সামন থেকে আটক করা হয়। পরে দুপুরে তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- শ্রী রতন কুমার (২৮) ও পঙ্কজ কুমার (৩৫)। তারা দুইজনেই লালমনিহাট জেলার কালিগঞ্জ থানার বাসিন্দা।

কাউনিয়ার থানার উপপরিদর্শক এসআই ব্রজ গোপাল কর্মকার গাঁজাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের কাছে তথ্য আসে একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ গাঁজা পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সকালে এসআই সাহানুর আলম সরকারসহ পুলিশের একটি দল হলদিবাড়ি রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন । সকাল ১০টার দিকে পাটগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাইভ স্টার ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেয় পুলিশ। পরে তল্লাশি করে বাসে যাত্রীদের মালামাল রাখা কেবিন থেকে কাপড়ের দুইটি ব্যাগে থাকা সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজাসহ ব্যাগের মালিক বাসের যাত্রী শ্রী রতন কুমার ও পঙ্কজ কুমারকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক এসআই ব্রজ গোপাল কর্মকার বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মাদকসহ আটক দুইজনকেই গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭