• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৮:৩৯:০০ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজিবি-বিজিপির মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

২৪ মে ২০২৩ দুপুর ০২:৪২:৫৯

সংবাদ ছবি

নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র মধ্যে দু'দিনব্যাপী রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

২৪মে বুধবার সকালে কক্সবাজার টেকনাফের সেন্ট্রাল রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে টেকনাফ-২ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। যাতে বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়া স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দরাওে উপস্থিত রয়েছেন। অপরদিকে মায়ানমার বর্ডার গার্ড পুলিশের হিটলাইন কমান্ডার-১ এর নেতৃত্বে ১৬ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও জানান, সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে।  ২৫ মে বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ওই দিন বিকেলে মায়ানমার প্রতিনিধিদল দেশে প্রত্যাবর্তন করবেন।

উল্লেখ্য, সম্মেলনে অংশগ্রহণের নিমিত্তে মায়ানমার প্রতিনিধিদল বুধবার সকালে নাফ নদী হয়ে নৌপথে শাহপরীরদ্বীপ জেটিঘাট দিয়ে টেকনাফে আসে। মায়ানমার প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছালে বিজিবি'র পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এসময় বিজিবি'র একটি সুসজ্জিত দল মায়ানমার প্রতিনিধিদলের প্রধানকে 'গার্ড অব অনার' প্রদান করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০