• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:২৫:৪৫ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা কমান্ডার গ্রেফতার

১০ মে ২০২৩ দুপুর ০২:৪৩:৪০

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার কমান্ডারকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ১০ মে বুধবার এপবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তি উখিয়ার ক্যাম্প-১৯ এর ব্লক-এ/১৪ এর ওমর মিয়ার ছেলে হাফেজ জুবায়ের (৩২)। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।

রোহিঙ্গারা জানান, গ্রেফতার আরসা কমান্ডার জুবায়ের ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতো। জুবায়েরর হাতে অনেক সাধারণ রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়েছে। ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে বুধবার ভোরে ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আরসা কমান্ডার জুবায়েরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭