• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:৩৪:৫৬ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াঘাটে ডিওইবিজি গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২ এপ্রিল ২০২৩ সকাল ১০:১৭:০৮

সংবাদ ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে অনলাইন গ্রুপ ভিত্তিক সংগঠন ‘ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড বেসিক গ্রামার (ডিওইবিজি)’ গ্রুপের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল সোমবার বিকেলে রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও গ্রুপের মডারেটর মোছা. জান্নাতুন ফেরদৌস। এ সময় তিনি গ্রুপের মূল উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক আহবায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রুবেল খন্দকার, বলগাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গোলাপ, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি সাংবাদিক সুলতান কবির, সোহানুজ্জামান সোহান প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ডিওইবিজি একটি অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্লাটফর্ম। যা ঠাকুরগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসনাত শুভ, জাপান চন্দ্র রায় ও রিপন সেনের পরিচালনায় ১০ এপ্রিল ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে দেশের বিভিন্ন জায়গার শিক্ষার্থীদের সমন্বয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সহায়তা প্রদান, ক্লাস, হোমওয়ার্ক, হ্যান্ডনোট,  কুইজ প্রতিযোগিতা, ইংরেজি ক্লাসে উৎসাহ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭