• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:১৯:৪৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হত্যা মামলায় গাজী আরও ৬ দিনের রিমান্ডে

১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৮:১৮

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া পৃথক দুটি হত্যা মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ সেপ্টেম্বর রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজার থানার দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া হত্যার পৃথক দুটি মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা শান্তিনগর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় গত ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে যে হত্যা মামলা হয়েছে। এ মামলায় গোলাম দস্তগীর গাজীর তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭