• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৪:২৩ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে বৈষম্যবিরোধী আন্দোলন শহীদদের স্মরণে দোয়া

১৭ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৯:২৩

সংবাদ ছবি

রামপালে (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় ফয়লাহাট মৎস্য আড়ৎ চত্বরে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বক্তাগণ বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন সূর্য উদিত হয়েছে। এ অর্জন কাজে লাগাতে সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কারো জানমালের ক্ষতি করা যাবে না, কারো ঘের দখল করা যাবে না। সকল প্রকার দুর্বৃত্তায়ন বন্ধ করতেই হবে। কেউ অপচেষ্টা করলে তার দায় দল নেবে না। দলের নেতাকর্মীদের সজাগ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।  

এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক আলী আকবার সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম-মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর বাচ্চু, মো. আক্তারুজ্জামান মোড়ল, ছাত্রদলের আহবায়ক মোল্যা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের হাতে নৃশংস শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭