• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৩৬:৩৩ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:৪১

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

৪ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে চতুর্থ দিনের মত সদর উপজেলার মুলজানে সমিতির প্রধান কার্যালয়ে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় বক্তারা বলেন, স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে।

তারা আরো বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতায় বিভিন্ন ইস্যুতে কর্মকর্তা ও কর্মচারীদের বরখাস্ত ও স্ট্যান্ড রিলিজকৃতদের স্ব-স্ব কর্মস্থলে পুনর্বহাল করতে হবে। বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তার প্রতিনিধির উপস্থিতিতে তাদের দাবি-দাওয়া মেনে নিতে হবে। তাছাড়া ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন ছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাওয়ের মত কর্মসূচি গ্রহণ করা হবে।

এসময় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, এজিএমসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা জরুরি বিদ্যুৎ সেবা সচল রেখে কর্মবিরতি পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
সালমান শাহ’র ৫৪তম জন্মদিন আজ
১৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:১৫




সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার
১৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৩৩