• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৯:৫২:১৮ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা, আটক ২

২৩ মে ২০২৪ বিকাল ০৪:১৭:২৪

সংবাদ ছবি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া নিহতের ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ।

এদিকে নির্বাচনের আগে বৈধ প্রার্থী মৃত্যুর ঘটনায় নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২২ মে বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া এবং আবিদ হোসেন রুবেলের মধ্যে নির্বাচনী প্রচারণাকালে উভয় প্রার্থী মুখোমুখী হলে উত্তেজনা ছরিয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতিসহ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সুমন আত্মরক্ষার্তে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় রায়পুরা থেকে অ্যাম্বুলেন্স গিয়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ি থেকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭