• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২০:৩৮ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে ৪ ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৩ মার্চ ২০২৪ দুপুর ০২:০০:২৮

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অনুমোদনহীন বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ ইট ভাটায় ইট প্রস্তুত করার দায়ে ৪টি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

১২ মার্চ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করেন উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমানসহ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড়ইয়া ইউনিয়নের মেসার্স বড়ইয়া ব্রিকসের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাডপত্র নবায়ন না থাকায় তার মালিককে ১ লাখ টাকা জরিমানা, সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকায় মেসার্স হাওলাদার রিয়েলস্ট্রেট ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

অপরদিকে উপজেলার গালুয়া ইউনিয়নের সেভেন স্টার ব্রিকসের মালিককে এক লাখ টাকা এবং উপজেলা সদরের উত্তর বাঘড়ি এলাকায় মেসার্স আকন ব্রিকসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব।

রাজাপুর উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন বলেন, রাজাপুর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে বিভিন্ন ইট ভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নবায়ন না থাকায় তার মালিককে জরিমানা করে ইট ভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭