• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:২৫:৪২ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

নবীনগরে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৬

২৫ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:২৪:২৮

সংবাদ ছবি

জ. ই বুলবুল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামী এবং ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

২৪ ফেরুয়ারি শুক্রবার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলামের দিক-নির্দেশনায় এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সোহেলের সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এসআই মহিউদ্দিন পাটওয়ারী সঙ্গীয় ফোর্স নবীনগর থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের সীমারমপুর খেয়া ঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহিদ মিয়াকে(২৭) গ্রেফতার করেন। শহিদ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দির মৃত মিজান মিয়ার ছেলে।

এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নবীনগর থানাধীন জল্লা-কনিকাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মো: মানিক হোসেনকে (২৪) গ্রেফতার করেন। মানিক বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সোনামুখী গ্রামের মৃত মোসলেম রাঢ়ী পুত্র।

মানিক ও শহিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।

এসআই মহিউদ্দিন পাটওয়ারী, এসআই আব্দুল হান্নান সঙ্গীয় অফিসার ও ফোর্স সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী লিটন দাস (৩০), ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সিদ্দিক মিয়া, হেলাল মিয়া ও শফিকুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে নবীনগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭