• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০২:২২:৪২ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৫০:০৬

সংবাদ ছবি

বরিশাল প্রতিনিধি: বরিশালে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। পরে রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা নিবেদন করেন।  

এরপর পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি এবং সিটি মেয়রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের অনুসারী নেতাকর্মীরা।

এছাড়া মহানগর ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধির জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।    

আইনশৃঙ্খলা রক্ষায় শহীদ মিনার চত্বরে ও আশপাশের এলাকায় মোতায়োন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭