• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৪২:৩৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় নির্মিত দোকান উচ্ছেদ

৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৬:২৫

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানঘর গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  অবৈধভাবে নির্মিত ওই দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ অভিযানে ছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামসহ তার সহকর্মীরা।

জানা যায়, শহরের ইসলামবাগ পাওয়ার হাউজ সংলগ্ন স্থানে একটি এক কক্ষ বিশিষ্ট রেল কোয়ার্টার বরাদ্দ নেন অবসরপ্রাপ্ত নিরাপত্তা আবুল কালামের ছেলে নাজমুল হক নামে এক রেলওয়ে কর্মচারী। তিনি ওই কোয়ার্টারটি বরাদ্দ নিয়ে তার পাশে থাকা সরকারি জায়গা দখল করে সেখানে রাতারাতি ৫টি পাকা দোকান নির্মাণ করেন।

এদিকে, রেলওয়ের কোনো প্রকার অনুমতি ছাড়াই তিনি পাকা দোকান ঘর নির্মাণ করায় তা ভেঙ্গে দেন কর্তৃপক্ষ।

এলাকার লোকজন জানান, দায়িত্বে থাকা কর্তাদের ম্যানেজ করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করেন ওই ব্যক্তি। তবে কিছুদিন পর হঠাৎ করে রেলওয়ের আইওডব্লিউ এসে তা ভেঙ্গে দিয়ে চলে যান।

এ ব্যাপারে আইওডব্লিউ বলেন, রেলওয়ের জায়গায় অনুমতি ছাড়াই পাকা দোকান ঘর নির্মাণ করা হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ওই নির্মিত দোকান ঘর ভেঙ্গে দেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭