• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ সকাল ০৭:৩৯:৫৪ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

৪ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:৫৯:৪৩

সংবাদ ছবি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর ও রাজাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত হয়েছে।

৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছে। নিহত সিয়াম গালুয়ার গ্রামের আল আমিনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মা ও দাদির সাথে শিশু সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে আসছিলো। পথে বেপরোয়া গতির অপর একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখমন্ডলে আঘাত লাগে হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে।

এদিকে সদর উপজেলার নবগ্রাম-বরিশাল সড়কের স্বল্পসেনা এলাকায় শুক্রবার সন্ধ্যায় অটোবাইকের চাপায় মুয়াজ নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মুয়াজ ওই এলাকার হাফিজ মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মুয়াজ বাবার সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর গায়ের ওপর উঠিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবার চোখের সামনেই ছেলের মৃত্যুকে মেনে নিতে পারছেন না কেউই। মুয়াজের মৃত্যুতে স্বল্পসেনা গ্রামে শোক বিরাজ করছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক জানান, দুর্ঘটনার পর দুটি ইজিবাইকের চালক পালিয়েছে। ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯