• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:১৯:৩৮ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

২৮ নভেম্বর ২০২৩ সকাল ১১:১২:৩৩

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন মন্ডল মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল আমিন স্বপন । এ উপলক্ষে সৈয়দপুর পৌর শাখা ও পৌরসভার ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৭ নভেম্বর রাতে শহরের পুরাতন বাবু পাড়া দারুলউলুম মোড়ে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জজিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত  সভাপতি মহসিন মন্ডল মিঠু । অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর সেচ্ছাসেবক লীগের ১নং সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান ফিরোজ । প্রধান বক্তা ছিলেন নীলফামারী জেলা সেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন । বিশেষ বক্তা ছিলেন পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বেলাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সাবেক জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সারওয়ার আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আজম আলী সরকার, পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরফরাজ মুন্না, ওয়ালিউর রহমান রতন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান মন্ডল, পৌর আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রহমত আলী রুবেল, সাংবাদিক ও পৌর সেচ্ছাসেবক লীগের উপ-শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন হিরো প্রমুখ।

এ সময় পৌর ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও প্রধান বক্তাকে ফুল দিয়ে বরন করে নেন পৌর সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তাকে সন্মানা ক্রেষ্ট প্রদান করা হয়। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ
২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:১৯:১৪








সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭