• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ রাত ০৮:০৫:১৬ (23-Oct-2025)
  • - ৩৩° সে:

জোবায়েদ হত্যায় ‘ত্রিভুজ প্রেমের গল্প’ সাজানো হয়েছে: শিক্ষক

২৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৫৭:১৮

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ‘ত্রিভুজ প্রেমের গল্প’ সাজিয়েছে বলে অভিযোগ তুলেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ্ উদ্‌দীন।

২২ অক্টোবর বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

Ad
Ad

সংবাদ সম্মেলনে অধ্যাপক রইছ্‌ উদ্‌দীন বলেন, ‘বলা হচ্ছে জোবায়েদকে আক্রোশে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা জানি, আক্রোশে হত্যা করলে এলোপাতাড়ি আঘাত করা হয়। কিন্তু পুলিশ বলল, এক আঘাতেই হত্যা করা হয়েছে জোবায়েদকে। এটা তো পেশাদার হত্যাকারী ছাড়া কেউ করতে পারার কথা নয়। তাহলে আমাদের প্রশ্ন পেশাদার হত্যাকারী দিয়ে হত্যা করিয়ে অন্যদেরকে ফাঁসানো হয়েছে কি? এ ছাড়া মাহিরের উচ্চতা ও জোবায়েদের উচ্চতায় অনেক তফাত। জোবায়েদ মাহিরের থেকে অনেক লম্বা, সে (মাহির) তার (জোবায়েদ) গলা পর্যন্ত পৌঁছাতে পারার কথা নয়। সে জায়গা থেকে হত্যা করা সম্ভব কি?’

Ad

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, জোবায়েদ সম্পর্কে তার বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও তার রাজনৈতিক সহকর্মীরা সবাই সাক্ষ্য দিবে, সে কেমন ধরণের ছেলে। সুতরাং তাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করবেন না। সুতরাং ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জোবায়েদের কেউ চরিত্র হননের চেষ্টা করলে আমরা হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, ‘তার ফলাফল ভালো হবে না’।

তিনি আরও বলেন, আমি আজকের এ সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে যে বিষয়টি বলতে চাই, বর্ষা যদি জোবায়েদকে পছন্দ করে থাকে তাহলে সেটি বর্ষার বিষয়। জোবায়েদের সঙ্গে বর্ষার যদি কোনো সম্পর্ক থেকেই থাকতো সেটা তার বাবা-মা জানতো। তারা যদি জোবায়েদকে অপছন্দ করতো তাহলে তাকে এতদিন টিউশনিতে রাখত না।

অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, আমরা আজ শোকে বিহ্বল। বিশ্ববিদ্যালয়ের দিবস যেখানে উদ্‌যাপন করতে চেয়েছিলাম, সেখানে জোবায়েদের স্মরণে শোকসভা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করে বিশ্ববিদ্যালয় দিবস তাকে উৎসর্গ করা হবে। আমরা চাই সত্য বেরিয়ে আসুক, নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায়। সুষ্ঠু বিচার হলে আর কোনো মায়ের বুক খালি হবে না। বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে বলে আশা করি।

এ সময় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান, শাখা ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জোবায়েদের ভাই গত মঙ্গলবার বংশাল থানায় হত্যা মামলাটি করেন। তারপরই বার্জিস শাবনাম বর্ষা (১৮), তার কথিত প্রেমিক মাহির রহমান (১৯) ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে (২০) গ্রেপ্তার দেখায় পুলিশ।

ডিএমপির ভাষ্য, মাহিরকে বর্ষা বলেছিলেন যে জোবায়েদকে না সরালে তিনি ‘মাহিরের হতে পারবেন না’। এরপর এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

তবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ্ উদ্‌দীন পুলিশের বয়ানের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত রোববার আনুমানিক বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় খুন হন জবি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। বাসার নিচ তলার সিঁড়ি থেকে তিন তলা পর্যন্ত সিঁড়িতে রক্ত পড়েছিল। তিন তলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় তাকে।

গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানীটোলায় নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রি ও বায়োলজি পড়াতেন জোবায়েদ হোসেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
বিশ্ববাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৫:১৭

সংবাদ ছবি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৮০৩
২৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১২:৩১


Follow Us