বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর কোর্টে মামলা দায়েরে বাধা প্রদান করা, হুমকি দেওয়া ও উল্টো মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম।
সংবাদ সম্মেলনে ভিকটিম পরিবারের সদস্য স্বপ্না বেগম বলেন, মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা আমার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজী জমিজমা বিরোধের জের ধরে আমার দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন, স্বামী মিল্লাত মিয়া সহ তিন জনের নামে গত ২১ জুলাই জামালপুর কোর্টে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এছাড়াও আরো মামলা দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন ইসমাইল সিরাজী।
এর মধ্যে গত ১০ সেপ্টেম্বর আমাকে মামলার আপোসের কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে আমার স্বামীকে তালাক দিতে বলে। আমি রাজি না হওয়ায় আমাকে প্রথমে মারধর পরে গলা টিপে হত্যার চেষ্টার করে ইসমাইল সিরাজী। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় আমি ২১ সেপ্টেম্বর জামালপুর জজ কোর্টে আমি মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহকারীরা আমাকে মামলা করতে বাঁধা প্রদান করেন এবং আমাকে হুমকি প্রদান করেন। পরে আমি জীবনের ভয়ে কোর্ট থেকে বের হয়ে আসি।
আমাকে মামলা করতে না দিলেও পর দিন ইসমাইল সিরাজী আগের মামলার ৪ নম্বর স্বাক্ষীকে দিয়ে আমার স্বামী, দেবর সাংবাদিক লিমন ও মাদ্রাসা শিক্ষকের নামে আরো একটি মিথ্যা মামলা দায়ের করেন।
এভাবেই একের পর মিথ্যা মামলা দায়ের করে আমার পরিবারকে হয়রানি করে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী। আমরা এর থেকে নিস্তার চাই এবং আইনি সহায়তা চাই। তাই আইন উপদেষ্টার হস্তক্ষেপ করেন সাংবাদিক পরিবার।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available