মানিকগঞ্জ প্রতিনিধি: পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)। নিহত শেখা আক্তার প্রবাসী শাহীন আহমেদের (৪২) স্ত্রী। শাহীন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছেন। এর আগে তিনি এলাকায় ইজিবাইক চালাতেন।
জানা গেছে, শাহীন আহমেদ ও শেখা আক্তার দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বছর দুয়েক আগে তাদের সংসার হয়। এ ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। নিহত শেখা আক্তারের আগের ঘরের ৯ বছর বয়সী ছেলে আরাফাতও তাদের সঙ্গে থাকতো।
পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা দুই সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ সময় মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “বন্ধ ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বিষক্রিয়াজনিত মৃত্যু মনে হচ্ছে।”
নিহত শেখা আক্তারের শ্বশুরপক্ষের স্বজন আমান আনসারী জানান, শাহীনের বাবা-মা কেউ বেঁচে নেই। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে পাঁচ বছর আগে শেখা আক্তারকে বিয়ে করেন শাহীন। দেশে থাকাকালে তিনি ইজিবাইক চালাতেন। মালয়েশিয়া যাওয়ার এক মাস আগে তিনি স্ত্রী ও সন্তানদের ওই ভাড়া ফ্ল্যাটে তুলেছিলেন।
পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন, “দেড় মাস আগে তারা এখানে ওঠেন। আজ সকালে বিদ্যুতের বিল চাওয়ার জন্য দরজায় নক করি, কিন্তু কোনো সাড়া পাইনি। পরে বাড়িওয়ালাকে জানালে তিনিও চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available