• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৩২:৫৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৯:২২

সংবাদ ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

২৬ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কাছিকাটা এলাকায় মহাসড়কের ১০ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে শাহআলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমড়ল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭