• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:১৭:৫৩ (23-Sep-2025)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গায় নিখোঁজ মাঝিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

১৩ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:১০:৩১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গায় নৌকা থেকে পানিতে পড়ে আব্দুর রশিদ (৬৫) নামের এক মাঝি নিখোঁজ হয়েছেন। ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের বটতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুর রশিদ পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের আবুল বশারের ছেলে। ৪ সন্তানের জনক আব্দুর রশিদ বর্তমানে পরিবারসহ আগানগর ইউনিয়নের বাঘাবাড়ীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ জন মহিলা ও ১ জন পুরুষ যাত্রী নিয়ে আব্দুর রশিদের নৌকাটি বটতলা ঘাট থেকে ছেড়ে মিটফোর্ড ঘাটের দিকে যাচ্ছিলো। হটাৎ মাঝ নদীতে গেলে শরীরের ভারসাম্য হারিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান মাঝি মো. আব্দুর রশিদ।  তাৎক্ষণিক অন্য নৌকার মাঝিরা নদীর মাঝ থেকে যাত্রীদের উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেয়।

Ad
Ad

নিখোঁজ মাঝি রশিদের ছেলে মোহাম্মদ রাকিব জানান, তার বাবা সোয়ারীঘাটে ট্রলারে লেবার হিসেবে কাজ করতেন। কিন্তু কাজ কম থাকায় বুধবার ব্রিজ ঘাট এলাকার আক্তার মহাজনের কাছ থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বুড়িগঙ্গায় এসেছিল।

Ad

নিখোঁজের খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল রশিদকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে। সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে ।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে আমরাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করি। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিলো, পরে খাবারের বিরতির পরে বিকেল ৩ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাঝি আব্দুর রশিদের এখনও সন্ধান পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
গোবিন্দগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১১:২০


সংবাদ ছবি
কাউনিয়ায় ফেনসিডিসহ যুবক গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫১:৩৭

সংবাদ ছবি
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
২৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২২:৪৩

সংবাদ ছবি
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মসভা
২৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:১৫:৫৪


সংবাদ ছবি
র‍্যাবের অভিযানে ৯ ডাকাত গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:১৮



সংবাদ ছবি
আবারও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা
২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:৪৫


Follow Us