কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫। এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি হোক সেবার সহায়ক’।
১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির আহবায়ক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক।
জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি আসিফ-উল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব ও জাম্বুরী চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বিইউএফটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ।
তিন দিনব্যাপী এ জাম্বুরীতে স্কাউটদের জন্য থাকছে আকর্ষণীয় কর্মসূচি, টেক কার্নিভাল, ফিউচার মাইন্ডস ফর স্কাউটস, প্লে টাইম প্যারাডাইস, হাইটেক ভিলেজ এক্সপ্লোর, প্রজেক্ট নেক্সট জেন এবং ক্যাম্প ফায়ার।
১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটরা তিন দিন তাঁবুতে অবস্থান করবে এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আইসিটি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। ইতোমধ্যেই স্কাউটদের উপস্থিতিতে মৌচাক প্রশিক্ষণ কেন্দ্র মুখরিত হয়ে উঠেছে।
জাম্বুরী মিডিয়া সেলের সদস্য সচিব মো. মশিউর রহমান জানান, সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৮০০ বিজ্ঞানমনস্ক স্কাউট, ১০০ স্কাউট লিডার এবং ২০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী রোভার স্কাউটসহ মোট প্রায় ১২০০ জন অংশ নিচ্ছেন এবারের আয়োজনে।
আগামী ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী ২০২৫।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available