• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৩:৫৩:৫৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

লালপুরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

২৩ জুন ২০২৫ দুপুর ০২:৫২:০২

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে হাসপাতালজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

২২ জুন রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ৩ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুন (৩১) নামের এক অন্তঃসত্ত্বা নারীকে ওই হাসপাতালে ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে আবার প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালের নার্স ও আয়া ডেলিভারি করানোর চেষ্টা করেন। পরে রাত ১০টার দিকে নার্স ও আয়া মিলে সন্তান প্রসব করান। তারপরই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে, সেই সময় চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করতে ব্যর্থ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক শিশুটিকে রাজশাহীতে রেফার করেন। পরের দিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

Ad

স্বজনদের দাবি, চিকিৎসক ছাড়াই নার্স ও আয়া দিয়ে সন্তান প্রসব করানোর সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসক ফারজানা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের ১১ অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:৩৫

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







Follow Us