• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:১৫:৪৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

২১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪৮:৫৯

সংবাদ ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে পদ্মা নদীর পাড় থেকে ফসলি জমির মাটি কাটা ও গ্রামীণ রাস্তা নষ্ট করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা এবং ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। মাটি ব্যবসায়ী শফিকুল ইসলাম লিপন উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। ট্রাক ড্রাইভার সাহাপুর ইউনিয়নের বাসিন্দা।

Ad
Ad

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

Ad

শাহাদাত হোসেন খান বলেন, আইন অমান্য করে পদ্মা নদীর পাড় থেকে এস্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটা, বালু উত্তোলন, বিক্রি ও নদীর গতিপথ পরিবর্তন করার অপচেষ্টাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা এবং ট্রাক ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পেলে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নোয়াখালী সোনাইমুড়ীতে ১৪ কেজি গাঁজাসহ নারী আটক
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫০


সংবাদ ছবি
পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:৫৩




Follow Us