• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫২:০৫ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

৬ জুলাই ২০২৩ সকাল ০৯:১৪:৪৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের জব্বর খানের স্ত্রী মহরজান বেগম (৮০)।

৫ জুলাই বুধবার বিকেল ৪টায় ওই ইউনিয়নের ভেন্নাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মহরজান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে দ্রুতগতি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে বৃদ্ধা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭