• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৩৭:০২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ব্যবসায়ী টিপু হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, ৬ জনের ১০ বছরের কারাদণ্ড

৩০ জুলাই ২০২৫ সকাল ১১:০৬:৩১

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মো. ইউছুপ ভূঁইয়া টিপু (২৮) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং ৬ জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Ad
Ad

২৯ জুলাই মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন।

Ad
Ad

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন ফেনীর সোনাগাজীর মেহেদী হাসান জামশেদ ও শহীদুল ইসলাম মাসুদ ।

Ad

১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন জসিম উদ্দিন পাটোয়ারী, জামাল হোসেন মানিক, একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, আলাউদ্দিন তোতা ও শাহাবুদ্দিন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ২০০৯ সালের ১৬ মে রাত ২টার দিকে চৌদ্দগ্রামে নিজ বাড়ির পাশে ডাকাতদের গুলিতে নিহত হন ব্যবসায়ী ইউছুপ ভূঁইয়া। পরদিন নিহতের বাবা মো. আলী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

রাষ্ট্র পক্ষ ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি শেষে আসামি দিদারের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন এবং ছয়জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। মামলার বিচার চলাকালে তিন আসামি মারা যান এবং ৬ জন আসামিকে খালাস দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের কৌশলী এড জালাল উদ্দিন আহমেদ টিপু বলেন, আমরা আশা করছি, উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।  

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড মো. ইফতেখার হোসেন, এড জালাল উদ্দিন আহমেদ টিপু ও এড ইকরাম হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২