• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩২ রাত ১২:৩৫:৫৫ (23-Sep-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে যৌথ অভিযানে ২৫ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ

২৮ জুন ২০২৫ সকাল ১০:৫৩:১৫

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিনিধি: ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ী অঞ্চল দিয়ে অবৈধভাবে আনা বিদেশী সিগারেটে সয়লাব পার্বত্য রাঙামাটির হাট-বাজারগুলো। অবৈধভাবে জুড়াছড়ি সীমান্ত দিয়ে এনে কাপ্তাই হ্রদ দিয়ে পাঁচারের সময় ২৫ কার্টুন বিদেশী ব্রান্ডের সিগারেট উদ্ধার পরবর্তী জব্দ করেছে সেনা-বিজিবি’র যৌথ আভিযানিক দল।

২৭ জুন শুক্রবার বিকেলে এসব অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি বিজিবি সেক্টর কর্তৃপক্ষ।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। এসব সিগারেট পরবর্তীতে চট্টগ্রামের কাষ্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার জব্দকৃত ওমেগা, পেট্টোন ব্রান্ডের বিদেশী সিগারেট ভর্তি কার্টুনগুলো জুরাছড়ি সীমান্ত দিয়ে নারীদের মাধ্যমে দূর্গম পাহাড়ি পথ হয়ে সংগ্রহ করে মানবেন্দ্র চাকমা নামের এক চোরাকারবারি।

Ad
Ad

বৃহস্পতিবার মধ্যরাতে এই সিগারেটের কার্টুনগুলো দেশীয় ইঞ্জিনচালিত নৌকায় রাঙামাটিতে আনার সময় রাঙামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদের ওপারের কাইন্দার মুখ এলাকায় পৌছালে সেখানে আগে থেকে ছদ্মবেশে ওতঃপেতে থাকা কয়েকজন যুবক একটি রাজনৈতিকদলের পরিচয় দিয়ে সিগারেট ভর্তি নৌকাটি ছিনতাই করে।

Ad

এদিকে অবৈধভাবে সিগারেট পাচারের তথ্য পেয়ে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি টিম। এসময় সিগারেট ভর্তি ইঞ্জিনবোটটি রেখে সকলেই সটকে পড়লে অভিযানকারিরা সেগুলো জব্দ করে নিয়ে আসে।

সাম্প্রতিক সময়ে এই অবৈধ সিগারেট পাহাড় ছাড়িয়ে অবাধে পাঁচার হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। রাঙামাটি শহরের হাট-বাজারগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে শুল্কবিহীন অবৈধ বিদেশী মন্ড, ওমেগা, পেট্টোনসহ বিভিন্ন ব্রান্ডের সিগারেটগুলো।

একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বর্তমানে স্থানীয় অন্তত তিনটি আঞ্চলিকদলের সশস্ত্র গ্রুপের নেতারা জুরাছড়ি, বরকল ও বাঘাইছড়ির ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদের পানি পথ পর্যন্ত ভারতীয় সিগারেটসহ বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসে।

পরবর্তীতে তাদের কাছ থেকে এসব অবৈধ সিগারেট রাঙামাটি শহরের তাহের, হেলাল, সাকি, সাকিব, সেলিমসহ আরও অন্তত ১০জন, কাপ্তাইয়ের কয়েকজনের নেতৃত্বে স্থানীয় পণ্যবাহি ট্রাক, এ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিস, মাছের কার্টুনভর্তি পিকআপ, কার-মাইক্রোসহ মোটর সাইকেলে ও বিভিন্ন ছদ্মাবরনে যাত্রীবাহী বাসে করে এসব সিগারেট চলে যায় হাটহাজারি ও চট্টগ্রামে।

সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, সাতকানিয়ার মার্দাসার বাসিন্দা আবুল কালাম, সাতকানিয়ার জাহাঙ্গীর, মহিউদ্দিন, পাবলিক হেলাল, কামরুল, রাউজানের রাশেদ, রাঙামাটি-খাগড়াছড়ি, ফেনী ও কুমিল্লা সীমান্ত দিয়ে এসব ভারতীয় অবৈধ সিগারেট সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে পাইকারি সরবরাহ করে রাতারাতি কোটিপতি বনে গেছে।

এই সিগারেট চোরাকারবারির ব্যবসা করে মাত্র এক বছরেই কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে এমন নজির খোদ রাঙামাটি শহরেই রয়েছে জানিয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের বিস্কুটের এজেন্ট একটি প্রতিষ্ঠানে মাত্র ১০ হাজার টাকায় এসআর এর চাকুরি করা জনৈক ব্যক্তি বর্তমানে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাতের মধ্যেই ঢাকায় বৃষ্টির আভাস
২২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৫:৩৫

সংবাদ ছবি
পেছাল রাকসুর নির্বাচন
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৩০


সংবাদ ছবি
নরসিংদীতে খুন-ছিনতাই-চুরির ঘটনায় ২০০ জন গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৫৩

সংবাদ ছবি
বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৯:৪২


সংবাদ ছবি
সাটুরিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:০৫



Follow Us