• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৪৩:৪৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডারস স্কলারশিপ

২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৫৩:৩৫

সংবাদ ছবি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্টবেঙ্গলের উদ্যোগে ঐতিহ্যবাহী কাপ্তাইয়ের শিশু নিকেতন স্কুলের পরিচালনায় জোন কমাণ্ডারস স্কলারশিপ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর শনিবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত শিশু নিকেতন স্কুলে এই জোন কমাণ্ডারস স্কলারশিপ-২০২৪ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন, এই স্কলারশিপে সর্বমোট ৫৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ পরীক্ষায় তৃতীয় হতে ৫ম শ্রেণি (ক) বিভাগে ২৫০ জন এবং ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি (খ) বিভাগে ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সাধারণ ও ট্যালেন্টপুলে দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে।

Ad

কাপ্তাই উপজেলাসহ আশেপাশের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা এই জোন কমান্ডারস স্কলারশিপ পরীক্ষায় অংশ নেন। এইসময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকরাও এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এই আয়োজন সত্যিই প্রশংসারযোগ্য, আমরা আশা করছি এই উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিকে সকাল সাড়ে ১০টায় কাপ্তাই জোনের জোন কমান্ডার লে.কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, কাপ্তাইয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য এবং প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন।

এসময় জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫




Follow Us